Top
সর্বশেষ

শাহরাস্তি পৌর আ’লীগের সভাপতি জুয়েল, সম্পাদক মাহবুব

২৭ নভেম্বর, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
শাহরাস্তি পৌর আ’লীগের সভাপতি জুয়েল, সম্পাদক মাহবুব
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

শাহরাস্তি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খল, জাকজমকপূর্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় মেহের ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার সম্মেলনের উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ভূইঁয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি আবদুর রব ভুইঁয়া, যুগ্ন-সম্পাদক আহছান উল্ল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্ছু পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: কামরুজ্জামান মিন্টু , শাহরাস্তি পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক বাবু খোকন সরকার। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, আলমগীর হায়দার, সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন প্রমুখ।

সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ২০০ ভোট পেয়ে শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন ৯০ ভোট পান এবং সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো: মাহবুব আলম চৌধুরী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মন্নান বেপারী ১০১ ভোট পান।

শেয়ার