Top
সর্বশেষ

এনসিসি ব্যাংকের ইসলামি ব্যাংকিং চালু

২৮ নভেম্বর, ২০২২ ১২:৩২ অপরাহ্ণ
এনসিসি ব্যাংকের ইসলামি ব্যাংকিং চালু
নিজস্ব প্রতিবেদক :

এনসিসি ব্যাংক লিমিটেডের শরী’আহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা ‘এনসিসি ইসলামিক’ এর কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল গুলশান-২ এ এনসিসি ইসলামী ব্যাংকিং এর কার্যক্রম এবং ফ্ল্যাগশিপ ইসলামিক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার এবং ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. নূরুন নেওয়াজ, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজসহ শরী’আহ্ সুপারভাইজরী কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য শাখার ঊর্ধ্বতন ব্যবস্থাপকবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিপি/আজাদ

শেয়ার