Top

শপথ নিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান

২৮ নভেম্বর, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
শপথ নিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহীন চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেছেন। সোমবার বিকেলে রংপুর বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান।

এসময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও চিলমারী উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।গত ২নভেম্বর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

উল্লেখ্য গত ২২আগষ্ট চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীর-বিক্রমের মৃতু হলে পদটি শুন্য হয়।

 

শেয়ার