কুড়িগ্রাম জেলা শহর থেকে চর কুড়িগ্রাম এলাকার পশ্চিমে ৩ কিলোমিটার দূরে গেলেই চোখে পড়বে কুড়িগ্রাম জেলার কথিত ‘ভূতের বাড়ি’টির।
প্রায় ২০ শতক জমির উপর চর আরাজি পলাশবাড়ি এলাকায় পরিত্যক্ত এই বাড়িটি ২০০৪ সালে নির্মাণ করা হয়। বাড়িটি তৈরী করতে সময় লেগেছিলো ১ বছর ৫ মাস। এরপর, ২০০৫ সালে বাড়িটির পাশে নির্মাণ করা হয় ১টি মসজিদ। পাশাপাশি বাড়িটির চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলের গাছ।
স্থানীয়রা অনেকে বলেন, দিনের আলোয় বাড়িটিকে দেখে ভূতের বাড়ি মনে না হলেও রাতে হয়ে উঠে ভূতের বাড়ি। প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে ২০০৪ সালে বাড়িটি ৫ টাকার মুদ্রার আকৃতি করে,দামি পাথর বসিয়ে খুব সৌন্দর্য মন্ডিত করে বাড়িটির নির্মাণ করেন মো. মুরাদ রুমি খালেদ নামের এক লন্ডন প্রবাসী।
এরপর শুরু হয় বিপত্তি। বাড়ির মালিক শখ করে বাড়িটি নির্মাণ করলেও, থাকা হয়নি বাড়িটিতে।
বাড়ির তৎকালীন মালিকের শ্যালক মোঃ রুবেল জানান,’আমার দুলাভাই শখ করে বাড়িটি তৈরি করেন। এরপর বাড়িটিতে বসবাস শুরু করলে নানান অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে, বিভিন্ন কান্নার আওয়াজ, হাসির শব্দ, নুপুরের শব্দ শোনা যায়, এবং রাতে বাড়িটিতে ঢিল পড়ে।’
স্থানীয় কয়েকজন মুরুব্বীদের সাথে কথা বলে জানা যায়, একবার কিছু শিক্ষার্থী এখানে শিক্ষা সফরের এসেছিলো, পরে তাদের ১ জনকে সকালে দেখা যায়, ১টি গাছে সে ঘুমাচ্ছে। বাড়ির মালিক পরবর্তীতে ১ জন কবিরাজ এর মাধ্যমে জানতে পারেন, বাড়িটি নাকি কবরস্থানের উপর নির্মিত। এরপর তিনি বাড়ির পাশে ১টি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন, তারপরও নাকি কমেনি ভূতের উৎপাত! এরপর তিনি বাড়িটি বিক্রি করেন সেকেন্ডার কোল্ড স্টোরেজ এর মালিক মোঃ সেকেন্ডার আলীর কাছে। বর্তমানে আইনগত তিনি বাড়ির মালিক।
প্রথম দিকে বাড়িটিতে তিনি স্টোরেজ এর মালামাল রাখলেও এখন মালামাল রাখা হয় না। ফলে বাড়িটি বর্তমানে পরিত্যক্ত হয়ে পড়েছে, ইতিমধ্যে বাড়িটির অনেক মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে,বাড়িটিতে বসানো পাথর গুলো এখন আর চোখে পড়ে না।
স্থানীয়রা আরো জানান, দিনের বেলায় বাড়ির আশ-পাশে লোকজন যাওয়া আসা করলেও,সন্ধার পর ঐদিকে কেউ যায় না। স্থানীয়রা এখন এটির নাম দিয়েছেন জ্বীন-পরির মোড়।
কালিবাড়ী এলাকার চাকুরিজীবি দূর্জয় সরকার বলেন,’কলেজে পড়ার সময় একবার আমরা কোচিং থেকে পিকনিকে গিয়েছিলাম বাড়িটি দেখতে, এরপর সবাই বাড়িটি নিয়ে আমরা হাসাহাসি করেছিলাম, হঠাৎ আমাদের সামনে কাঁঠাল গাছ থেকে আস্ত ১টি কাঁচা কাঠাল ছিঁড়ে পড়ে,সে সময় কোন ধরনের বাতাস ছিলো না।’
বাড়িটির পাশে গড়ে ওঠা মাদ্রাসার শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন,’দেড় মাস আগে আমরা কয়েকজন দেখি রাতে মাদ্রাসার মাঠে একটি জ্বিন কোরআন শরীফ পড়ছে। কাউকে তেমন ক্ষতি করেনি।’
বাড়িটিকে নিয়ে অনেকে অনেক সময় নানান গল্প কথা বলেছেন, তবে এর আজো কোন বিজ্ঞান সম্মত ব্যাখ্যা আছে কি না,তা জানাতে পারেন নি কেউ।