Top

বোদায় পূর্বালী ব্যাংকের ১১৯তম শাখার উদ্বোধন

২৯ নভেম্বর, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
বোদায় পূর্বালী ব্যাংকের ১১৯তম শাখার উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি :

পূবালী ব্যাংক লিমিটেডের ১১৯তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদরের পাটোয়ারী প্লাজায় এই শাখার উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক রংপুর অঞ্চলের প্রধান ও উপ মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন।

পূবালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর শাখার ব্যবস্থাপক বদরুল ইসলাম, ঠাকুরগাও শাখার ব্যবস্থাপক মো. আরিফ মাহমুদ, গ্রাহক বিশিষ্ট শিল্পপতি নুরনবী মজুমদার, জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান, অজিউল্লাহ পাটোয়ারী, মো. সবাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোদা উপজেলা উপশাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ।

বোদা উপজেলা উপশাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ জানান, ব্যাংকের উদ্বোধনী দিনে শতাধিক গ্রাহকের প্রায় চার কোটি টাকা আমানত সংগ্রহীত হয়।

শেয়ার