Top
সর্বশেষ

মিরসরাইয়ে ১১ দোকানে চুরি

২৯ নভেম্বর, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
মিরসরাইয়ে ১১ দোকানে চুরি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

মিরসরাইয়ে ১১টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান গুলো থেকে কমপক্ষে নগর দুই লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি দোকান মালিকদের।

চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে রিয়াদুল টেলিকম, নুর আলমের মুদি দোকান, সামছুদ্দীনের সবজি দোকান, সেলিম হার্ডওয়ার, নুরনবী হার্ডওয়ার, সাব্বির এন্টারপ্রাইজ, আবুল খায়ের ক্লথ ষ্টোর, ভূঁইয়া ক্লথ ষ্টোর, হারুনের দোকান, ঝর্ণা ভ্যারাইটিজ ষ্টোর ও নাজমুলের মুরগীর দোকান।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।

শেয়ার