Top
সর্বশেষ

দেশে নির্বিঘ্নে কাজ করতে পারেন জাপানিরা

৩০ নভেম্বর, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
দেশে নির্বিঘ্নে কাজ করতে পারেন জাপানিরা
নিজস্ব প্রতিবেদক :

জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করে নির্বিঘ্নে কাজ করতে পারেন। এদেশে তারা নিজের দেশের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং দেশের অনুভূতি পান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন সংস্থা (বিডা) আয়োজিত ‘ইনভেস্টমেন্ট ফ্লাশ মব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার জাপানের টোকিওতে এএনএ ইন্টারন্যাশনাল হোটেলে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তৃতায় সালমান এফ রহমান বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে। বাংলাদেশ ও জাপানের সম্পর্ক এক বিশেষ সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক। জাপানের বিনিয়োগকারীরা বাংলাদেশে নিজের দেশের মত অনুভূতি পান, এখানে তারা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হন না ও নির্বিঘ্নে কাজ করতে পারেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং আগামীতে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আগামীতেও বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা দরকার।’

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে কম্প্রিহেনসিভ পার্টনারশিপে উন্নীত করেছেন।’

তিনি বলেন, ‘জাপান মাতারবাড়ি তাপ বিদুৎকেন্দ্র, মাতারবাড়ি সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রজেক্টে প্রত্যক্ষ সহায়তা করেছে। অর্থনৈতিক ও প্রযুক্তি সহায়তার জন্য জাপানকে ধন্যবাদ।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘আগামীতেও বাংলাদেশের প্রবৃদ্ধি বজায় থাকবে। জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সবসময় একটি বন্ধুসুলভ গন্তব্য হিসেবে থাকবে।’

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ‘ফিফটি ইয়ারস অব বাংলাদেশ: দ্য রাইজ অব বেঙ্গল টাইগার’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিপি/আজাদ

শেয়ার