Top

ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকার

০২ ফেব্রুয়ারি, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির সাড়ে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৩ লাখ ৩৩ হাজার ৪৩৮টি শেয়ার ২৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ২৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকার শেয়াার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকার, বিকন ফার্মার ৪০ লাখ ৩০ হাজার টাকার, বেক্সিমকোর ৭ লাখ ৪৪ হাজার টাকার, জেনেক্সের ১১ লাখ ৮৫ হাজার টাকার, মুন্নু সিরামিক ৭ লাখ ৩৬ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১১ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ১০ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৯ লাখ ৪৮ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৯ লাখ ৭৪ হাজার টাকার, রবি আজিয়াটার ৬৩ লাখ ৬২ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ৫ লাখ ১০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১১ লাখ ৯২ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৬২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫১ লাখ ৭০ হাজার টাকার, এসএস স্টিলের ৬০ লাখ ১৫ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার