Top
সর্বশেষ

সারাদেশে শীতবস্ত্র বিতরণ করবে এফবিসিসিআই

৩০ নভেম্বর, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
সারাদেশে শীতবস্ত্র বিতরণ করবে এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে এফবিসিসিআই। এরই ধারাবাহিকতায় এ বছরও দেশের শীতপ্রবণ এলাকায় শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারাদেশে শীতবস্ত্র বিতরণের এ সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা। বিতরণের সময় উত্তরাঞ্চলের জেলাগুলোকে প্রধান্য দেয়ার পরামর্শ দেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানান, দেশে শীতবস্ত্র বিতরণে জেলা চেম্বারের পাশাপাশি এবার বেশকিছু অ্যাসোসিয়েশনকেও সংযুক্ত করা হবে। শীতবস্ত্র বিতরণের পরিমাণ বাড়াতে সহায়তা করতে এফবিসিসিআইর পরিচালকসহ পোশাক সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, এফবিসিসিআই হয়ত দেশের সকল দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারবে না, সেই সক্ষমতা নেই সংগঠনের। তবে জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দেশের অন্য ব্যবসায়ীরা উৎসাহিত হবে। ধীরে ধীরে সকল ব্যবসায়ী এগিয়ে আসবে এ ধরনের সামাজিক কার্যক্রমে।

দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অতিদরিদ্রের মাঝে স্বল্প পরিসরে নগদ অর্থ, সেলাই মেশিন ও রিকশা সরবরাহেরও উদ্যোগ নেয়া হবে বলে জানান কমিটির ডিরেক্টর ইনচার্জ মোহাম্মেদ বজলুর রহমান। এজন্য ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মো. আবুল খায়ের মোরসেলিন। প্রতিবছর সারাদেশে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করায় এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শীতবস্ত্র বিতরণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তার আহ্বান জানান বক্তারা।

এফবিসিসিআইর পরিচালক এমজিআর নাসির মজুমদার, শফিকুল ইসলাম ভরসা, হাফেজ হারুন, আবু মোতালেব, ইকবাল শাহরিয়ার, শাহীন আহমেদ, মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া (রানু), আক্কাস মাহমুদ, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, কমিটির কো-চেয়ারম্যান আজিজুল হক, ইয়াকুব হোসেন মালিক, মোঃ আবদুল ওয়াদুদসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার