Top
সর্বশেষ

রেমিট্যান্স অর্জনে সপ্তম বাংলাদেশ

০২ ডিসেম্বর, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
রেমিট্যান্স অর্জনে সপ্তম বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরে রেমিট্যান্স প্রবাহে মুদ্রার উভয় পিঠ দেখেছে বাংলাদেশ। প্রবাসীদের আয়ে উত্থানের সাথে পতনও ছিলো বেশ লক্ষণীয়। শেষ তিনমাসে ১৫০ কোটি ডলারের ঘরে আটকে আছে বৈধ পথে পাঠানো প্রবাসীদের উপার্জন। এতে আগের বছরের তুলনায় বার্ষিক রেমিট্যান্সের পরিমাণ এক বিলিয়ন কমে ২১ বিলিয়ন ডলারে নামতে পারে। তবে প্রবাসীদের আয় সংকটের মাঝে শীর্ষ আট রেমিট্যান্স অর্জনকারী দেশগুলোর মধ্যে গত বছরের মতো এবারও সপ্তম স্থানে থাকবে বাংলাদেশ।

বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি বুধবার (৩০ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো প্রবাসী আয়ে শীর্ষে থাকবে ভারত। চলতি বছর দেশটিতে রেকর্ড ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে। তালিকায় এর পরেই থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ বিলিয়ন ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার), মিসর (৩২ বিলিয়ন ডলার) ও পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার)।

প্রকাশিত প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়লেও দেশভেদে বড় ধরনের বৈষম্য দেখা গেছে।

২০২২ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স এসেছে ১৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যার ১০০ বিলিয়ন এসেছে ভারতে। গত বছরের তুলনায় পাকিস্তানে ৮ ও নেপালে ৪ শতাংশ করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাকি দেশগুলোতে ১০ শতাংশ করে কমেছে।

ওই প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে গত ৮ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নমুখী। শুধু রমজান মাস উপলক্ষে প্রবাসীরা পরিবারের জন্য টাকা পাঠানোয় সে মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ঊর্ধ্বমুখী।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে, তীব্র খরা, বৈশ্বিক জ্বালানি সংকট ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিসহ সমসাময়িক নানা সংকটের মধ্যে আফ্রিকার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এ ছাড়া ইউরোপ এবং মধ্য এশিয়ার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ৯ দশমিক ৩, দক্ষিণ এশিয়ায় ৩ দশমিক ৫, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ২ দশমিক ৫ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শূন্য দশমিক ৭ শতাংশ রেমিট্যান্স বেড়েছে।

প্রসঙ্গত, গত বছর প্রবাসী আয় থেকে বাংলাদেশ রেমিট্যান্স অর্জন করেছিল ২২ বিলিয়ন ডলার।

শেয়ার