Top
সর্বশেষ

পণ্য চুরি রোধে পুলিশের সহযোগিতা চায় বিজিএমইএ

০২ ডিসেম্বর, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
পণ্য চুরি রোধে পুলিশের সহযোগিতা চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক :

রপ্তানিযোগ্য পোশাক পণ্য চুরি বন্ধে নজরদারি বাড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সহযোগিতা চেয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল পুলিশ সদর দপ্তরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক রাজীব চৌধুরীও উপস্থিত ছিলেন। তারা পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আইজিপির সঙ্গে আলোচনা করেন।

বিজিএমইএ নেতারা বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যত অগ্রাধিকারসমূহ, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত আপগ্রেডেশনের বিভিন্ন বিষয় আইজিপিকে জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ শিল্পের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার পূর্বশর্ত বলে উল্লেখ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এবং পোশাক খাতে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পোশাক শিল্পকে সহযোগিতা দেয়ার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফারুক হাসান বলেন, বিজিএমইএ বিশ্বব্যাপী বাংলাদেশ ও পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বিজিএমইএ সম্প্রতি বাংলাদেশ ও পোশাক শিল্পকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে ‘মেড ইন বাংলাদেশ উইকের’ আয়োজন করেছে।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, মহাসড়কে পণ্য পরিবহণের সময় চুরি কেবল পোশাক রপ্তানিকারকদের আর্থিক ক্ষতিই করে না বরং ক্রেতাদের কাছে শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রপ্তানিমুখী পোশাক কারখানা ও অন্যান্য শিল্প নগরীর মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশের সহযোগিতা চান।

শেয়ার