Top
সর্বশেষ

দোনেৎস্কের বাখমুত ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা

০৩ ডিসেম্বর, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
দোনেৎস্কের বাখমুত ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
আন্তর্জাতিক ডেস্ক :

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দীর্ঘ ৯ মাস ধরে যুদ্ধ চলছে। যদিও গত এক মাসে যুদ্ধের সম্মুখভাগে খুব বেশি লড়াই হয়নি। কারণ এ সময়টায় সামরিক অবকাঠামো বাদ দিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা তথ্যের বরাতে শনিবার (৩ ডিসেম্বর) জানিয়েছে, আবারও সম্মুখভাগে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। এখন তাদের লক্ষ্য দোনেৎস্কের বাখমুত শহর। ব্রিটিশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, দখলের আগে শহরটি ঘিরে ফেলার পরিকল্পনা করছেন রাশিয়ান কমান্ডাররা।

এ ব্যাপারে একটি বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগস্টের শুরু থেকে বাখমুতকে প্রাধান্য দিচ্ছে রাশিয়া। শহরটির দখল খুব বেশি তাৎপর্যপূর্ণ না হলেও, এটি পরবর্তীতে ক্রামাতোর্সক এবং স্লোভিয়ানস্কের বড় অংশের দখল নিতে রুশ সেনাদের সহায়তা করবে।’

তবে সৈন্য এবং অস্ত্রের দিক বিবেচনা করলে রাশিয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন বেশ ব্যয়বহুল হবে বলেও জানিয়েছে যুক্তরাজ্য। এমনকি এ অভিযানের মাধ্যমে রাশিয়া যে সাফল্য পাবে সেটির সঙ্গে অন্যান্য বিষয়গুলো তুলনা করলে তা অনেকটা অসামঞ্জস্যপূর্ণ হবে বলেও উল্লেখ করেছে তারা।

যুক্তরাজ্যের গোয়েন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে ইউক্রেনে বড় ধরনের কোনো সাফল্য না পাওয়ায় বিষয়টি ঢাকতে এখন কম গুরুত্বপূর্ণ বাখমুত দখলের পরিকল্পনা করছে রাশিয়া। তাদের এ পরিকল্পনাকে প্রতীকী ও রাজনৈতিক অভিযান হিসেবে উল্লেখ করেছেন তারা।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর গত ৩০ সেপ্টেম্বর দেশটির দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়াকে অধিগ্রহণ করে ডিক্রি জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ চারটি অঞ্চলের মধ্যে কোনোটিরই সব অংশ নিয়ন্ত্রণে নিতে পারেনি রুশ সেনারা। উল্টো নভেম্বরে খেরসনের কিছু অংশ থেকে পিছু হটেছে তারা। তবে এখন আবার নতুন করে দোনেৎস্কে নজর দিয়েছে মস্কো বাহিনী।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার