Top
সর্বশেষ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে

ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল: সানা মারিন

০৩ ডিসেম্বর, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল: সানা মারিন
আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার হামলা ইউরোপের জন্য নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে। এ কারণে ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে একটি থিঙ্ক ট্যাঙ্ক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।

সানা মারিন বলেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল করে তুলেছে।

‘আমি একেবারেই সত্যি কথাটা বলছি, ইউরোপ বর্তমানে যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া চলতে আমাদের বহু সমস্যায় পড়তে হবে’—যোগ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের বহু রাজনীতিকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সানা মারিন বলেন, তারা আমাকে বলেছেন যে, ইউরোপকে আরও শক্তিশালী হওয়া দরকার।

‘যুক্তরাষ্ট্র আমাদেরকে বহু অস্ত্র দিয়েছে, অর্থ সহায়তা দিয়েছে, মানবিক সহায়তা দিয়েছে। অথচ ইউরোপ এখনও শক্তিশালী হতে পারেনি’।

সানা মারিন বলেন, ইউরোপের নিরাপত্তা, ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমাদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে।

এর আগে হেলসিংকিতে এক বক্তৃতায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির জন্য ইউরোপ চীনের ওপর অতিনির্ভর হয়ে পড়েছে। গোয়েন্দা ও কম্পিউটার শিল্পে আরও বিনিয়োগ করতে হবে আমাদের।

শেয়ার