Top
সর্বশেষ

লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

০৩ ডিসেম্বর, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০তম বার্ষিক সাধারণ সভা শনিবার ৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর জেলা ইউনিটের কার্যকর কমিটি ও আজীবন সদস্যসহ প্রায় ২০০ শতাধিক সদস্যবৃন্দ, ইউনিটের ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার সকাল ১০ টায় রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের মাঠে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট পিপি জসিম উদদীন । ইউনিট অফিসার নাসরিন আক্তারের সঞ্চালনায় আয় ব্যয় প্রতিবেদন প্রেস করেন সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট পিপি, জসিম উদ্দিন বক্তব্য বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিট সোসাইটির কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারের সহযোগী সংস্থা হিসেবে সরকারের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসারর সেবা কঠিন বিপদের মুহূর্তে, লাশ দাফন,ঘূর্ণিঝড় চিত্রাংয়ে সাধারণত অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ , শীতকালীন কম্বল বিতরণ, স্বেচ্ছায় রক্তদান মানুষের বিপদের মুহূর্তে সেবা দেয়ায়ে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কোভিড হাসপাতাল থেকে কোভিড হাসপাতালে স্থানান্তর করাসহ রোগীদের পরিবহনে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে আসছি আগামীতো দিয়ে যাব।

তিনি বলেন, অতীতের যেকোন সময়ে চেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সততা ও নিষ্ঠার সাথে সকলে মিলেমিশে কাজ করলে যেকোন প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব। ডেলিগেটদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের নিজেদের উদ্যোগেই ইউনিটগুলোকে আরো কার্যকর ও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। তাহলেই আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। তিনি বলেন, ভলেন্টিয়াররা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মুল চালিকাশক্তি। স্কুল-কলেজের ছেলেমেয়েদের ভলেন্টিয়ার হবার জন্য উদ্ধুদ্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কার্যকর কমিটির সদস্য জাকির হোসেন ভূইয়া আজাদ, সেলিম উদ্দিন নিজামী, ফরিদা ইয়াসমিন লিকা,দত্তপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রিপন,ডাক্তার আশফাকুর রহমান মামুন,চৌমুহনী এসএ কলেজের সাবেক প্রিন্সিপাল জেড এম ফারুকী, শিমুল ভূঁইয়া, এই সময় উপস্থিত বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জসীমউদ্দীন, শাকচর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান সাংবাদিক কামাল ,সদস্য মমিন উল্লাহ পাটোয়ারী, সাবের আহমেদসহ প্রমুখ।

শেয়ার