Top
সর্বশেষ

অনুমতি ছাড়াই নিজ দেশে লভ্যাংশ পাঠাতে পারবে বিদেশিরা

২২ জুলাই, ২০২০ ১১:২৬ পূর্বাহ্ণ
অনুমতি ছাড়াই নিজ দেশে লভ্যাংশ পাঠাতে পারবে বিদেশিরা

বিদেশিদের জন্য নিজ দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ার অংশ হিসাবে বিদেশি শেয়ারহোল্ডাররা তাদের লভ্যাংশের টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াও নিজ দেশে পাঠাতে পারবেন।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। যার কপি ইতিমধ্যে বাংলাদেশে কার্যরত সব বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী অনুমোদিত ডিলারের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত: লভ্যাংশ ঘোষণা করা হয় কোম্পানির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী। এই লভ্যাংশের টাকা বাংলাদেশ রফপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বাঙলাদেশ অর্থনৈতিক অঞ্চল (ইজেড) ও হাইটেক পার্ক (এইচটিপি) প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ তালিকাভূক্ত প্রতিষ্ঠানের বিদেশি শেয়ারহোল্ডাররা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দেশে পাঠাতে পারেন। কিন্তু অ-তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলো থেকে টাকা পাঠাতে গেলে জটিলতায় পড়তে পড়তে হয়।

বাংলাদেশ ব্যাংকের নতুন এই নির্দেশনা অনুসারে বিশেষায়িত অঞ্চল ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শেয়ারহোল্ডারদের ক্ষেত্রেওে এই নতুন সুযোগ তৈরি হলো।

শেয়ার