Top

ভারতের মিডল অর্ডারে এবাদতের আঘাত

০৪ ডিসেম্বর, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ
ভারতের মিডল অর্ডারে এবাদতের আঘাত
স্পোর্টস ডেস্ক :

ভারতের টপ অর্ডারকে প্যাভিলিয়নের পথ দেখানোর পরে মিডল অর্ডারেও আঘাত হেনেছে বাংলাদেশ। ইনিংসের ২০তম ওভারের শেষ বলে এক্সর্ট্রা বাউন্সে শ্রেয়াস আইয়ারকে মুশফিকের ক্যাচ বানিয়ে ডাগ আউটের পথ ধরান এবাদত হোসেন চৌধুরি। এখন পর্যন্ত ভারত ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে।

মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য গিয়েছিল লিটন দাসের পক্ষে। নেতৃত্বের অভিষেকে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে সময় নেননি তিনি। বোলিংয়ে নেমে পাওয়ার প্লে’তেই শেখর ধাওয়ানকে ফিরিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। এরপর বোলিংয়ে এসে এক ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ১১ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান।

টস ভাগ্য পক্ষে না গেলেও রহিত শর্মা ও শেখর ধাওয়ান মিলে শুরুটা দেখে শুনেই করেন। শুরুর দিকে পেসারদের দিয়ে শুরু করলেও ৫ ওভারের আগেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে বোলিংয়ে নিয়ে আসেন লিটন। স্পিনের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে গিয়ে ফাঁদে পড়েন ধাওয়ান।

মিরাজকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন এই ওপেনার। ১৭ বলে ৭ রান করে এই ওপেনার ফিরলে রোহিতকে সঙ্গ দিতে ক্রিজে আসেন বিরাট কোহলি। তাদের ব্যাটেই প্রথম পাওয়ার প্লে শেষ করে ভারত। এরপর বোলিংয়ে এসে দারুন এক ডেলিভারিতে রোহিতকে বোল্ড করেন সাকিব। ব্যাট ও প্যাডের মাঝে গ্যাপ দিয়ে বোল্ড হন ভারতীয় অধিনায়ক।

৩১ বলে ২৭ রান করে রোহিত ফেরার দুই বল পরেই সাকিবের ফ্লাইটেড ডিলেভারিতে অসাধারণ এক ক্যাচে বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখতে হয়। এক্সট্রা কভার অঞ্চলে উড়ন্ত এক ক্যাচ নিয়ে ৯ রানে কোহলিকে সাজঘরে ফেরান লিটন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দিপক চাহার, কুলদিপ সেন, মোহাম্মদ সিরাজ।

শেয়ার