Top
সর্বশেষ

তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

০৪ ডিসেম্বর, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল
তিতুমীর কলেজ প্রতিনিধি :

৫ই (ডিসেম্বর) সোমবার সকাল ৯টায় সরকারি তিতুমীর কলেজে” আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২২ “এর সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে।

রাজধানীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি তিতুমীর কলেজে আয়োজিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইতিহাস বিভাগকে পেনাল্টির মাধ্যমে হারিয়ে ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও পদার্থবিজ্ঞান বিভাগকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্যবস্থাপনা বিভাগ উঠেছে।

রবিবার (৪ ডিসেম্বর ) তিতুমীর কলেজের মাঠে উক্ত সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ফাইনালে ওঠার গৌরব অর্জন করায় কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বলেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে অবশ্যই জয়ী হবো। আমাদের ছেলেরা এখন পর্যন্ত হারে নাই একবারও প্রথম থেকে জিতে আসছি।আগামী কালও জিতব।

এদিকে ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক রীতা খন্দকার বলেন, আমি যেহেতু ব্যবস্থাপনা বিভাগের আমি চাইব আমার দলই জিতুক । আমাদের বাচ্চারা তো খুবই কষ্ট করলো, অনেক ভালো খেললো এবং ফাইনালে পৌছালো।কাল আর আজের মধ্যে ব্যবধান খুবই বেশি নাই ওরা যেহেতু কষ্ট করলো মাঝখানে একটা দিন পেলে ভালো হতো। তারপরও আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ভালো করবে ভালো প্রস্তুতি আছে।

ফাইনাল ম্যাচ সম্পর্কে তিতুমীর কলেজের ক্রিড়া শিক্ষক মো: সামসুদ্দিন বলেন, আমি চাই সবাই জয়ী হোক সবার মুখে হাসি ফুটক। আমার কাছে সবাই সমান দু দলের শিক্ষার্থীরাই ভালো খেলে, গোলকিপারো ভালো ছিল যার ফলে এ পর্যন্ত আসতে পেরেছে। কাল যে দল সবচেয়ে ভালো খেলবে গোল করবে তারাই জয়ী হবে। নিরপেক্ষ ভাবে চাই দুই দল ই জয়ী হোক।

উল্লেখ্য, রবিবার (২৭ নভেম্বর) কলেজটির ২২টি বিভাগ থেকে ২২টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। সার্বিক আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনায় আছেন কলেজ প্রশাসন।

শেয়ার