Top
সর্বশেষ

চামড়া রপ্তানিতে এক্সপো ও ইরিশা কোম্পানির সমঝোতা স্বাক্ষর

০৪ ডিসেম্বর, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ
চামড়া রপ্তানিতে এক্সপো ও ইরিশা কোম্পানির সমঝোতা স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক :

চামড়া, কৃত্রিম চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য রপ্তানিতে দেশের দেশের এক্সপো গ্রুপের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে জাপানের ইরিশা লিমিটেড। এক্সপো গ্রুপের উৎপাদিত এসব পণ্য জাপানের বাজারে বিপণন করবে ইরিশা লিমিটেড। সম্প্রতি এ নিয়ে দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে।

গত বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় এক্সপো গ্রুপের অক্সিজেন ব্র্যান্ডের চামড়াপণ্য, এক্সপো কৃত্রিম চামড়া ও চামড়াপণ্য, ফোম, মেট্রিকস, পিলো এবং রাঙামাটি ফুড প্রোডাক্টসের উৎপাদিত কেমিক্যালমুক্ত কৃষিপণ্য যাবে জাপানে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী বলেন, ইরিশা লিমিটেড জাপানের ক্রেতাদের কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। জাপানের বাজারে ইরিশার মাধ্যমে বছরে এক কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে এক্সপো গ্রুপের।

শেয়ার