Top
সর্বশেষ

জাপানিজ ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানি

০৪ ডিসেম্বর, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
জাপানিজ ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত এক হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত জাপানিজ ইকোনমিক জোন ইতোমধ্যে বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের আগে এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ৪০ কোম্পানি।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সঙ্গে যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে বেজা।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। সেখানে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে।

শেখ ইউসুফ হারুন বলেন, অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগে এরই মধ্যে বিখ্যাত প্রতিষ্ঠান সিঙ্গার ও জার্মানির কোম্পানি রুডলফের সঙ্গে চুক্তি সই হয়েছে। আরও ৪০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। যার মধ্যে ৩০টি কোম্পানি জাপানের। বাকি দশটি অন্য দেশের। উদ্বোধনীর দিন আগামী ৬ ডিসেম্বর জাপানের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে সরকার ও জাপানের শেয়ার কত জানতে চাইলে শেখ ইউসুফ হারুন বলেন, বেজার শেয়ার থাকছে ২৪ শতাংশ, জাইকার ১৫ শতাংশ এবং সুমিতমো করপোরেশনের ৬১ শতাংশ।

তিনি বলেন, উদ্বোধনের পর কোম্পানিগুলো কারখানা নির্মাণকাজ শুরু করতে পারবে। আগামী এক বছরের মধ্যে সেখানে কারখানা থেকে উৎপাদন শুরু হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাউয়াচি, প্রকল্প পরিচালক সালেহ আহমেদ, বেজার নির্বাহী সদস্য ইরফান শরীফ, আবদুল আজীম চৌধুরী, ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামানসহ অন্যরা।

শেয়ার