Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

পিটিআই নেতার রাজনীতির মূল লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া: শাহবাজ

০৫ ডিসেম্বর, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
পিটিআই নেতার রাজনীতির মূল লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া: শাহবাজ
আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের জেরে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সমালোচনা করেছেন। শাহবাজ বলেন, নিজের শাসনের জন্য ইমরান পাকিস্তানের ভিত্তিকে অবমূল্যায়ন করছেন। খবর দ্য ডনের।

প্রধানমন্ত্রী বলেন, পিটিআইয়ের চেয়ারম্যান সম্প্রতি সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে কটূক্তি শুরু করেছেন।

শাহবাজ শরিফ এক টুইট বার্তায় বলেন, পিটিআই নেতার রাজনীতির মূল লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া। এমনকি তা এই দেশের ভিত্তিকে দুর্বল করে হলেও।

তিনি লিখেছেন, সম্প্রতি ধারাবাহিকভাবে সংসদীয় গণতন্ত্রকে আঘাত করে যাচ্ছেন ইমরান খান। তাছাড়া আগাম নির্বাচনের সম্ভাবনাও অস্বীকার করেছেন তিনি।

ইমরান খান তার সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেছিলেন, সেনাপ্রধান হিসেবে জেনারেল বাজওয়ার সময় বাড়ানো ছিল তার সবচেয়ে বড় ভুল। ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক স্পিকার আসাদ কায়সারও একই কথা বলেছেন।

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও ২৬ নভেম্বর লং মার্চ করেন তিনি।

এদিকে হামলার জন্য শাহবাজ শরিফকে দোষারোপ করেছিলেন ইমরান। যদিও তা অস্বীকার করে আদালতের কাছে তদন্ত দাবি করেছিলেন শাহবাজ।

বিপি/এএস

শেয়ার