Top

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন

০৫ ডিসেম্বর, ২০২২ ১:২৮ অপরাহ্ণ
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন
নিজস্ব প্রতিবেদক :

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করা হয়েছে। তার স্থলে সংগঠনির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে। আজ সোমবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রেপ্তার হওয়ায় মামুন হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। টুকু মুক্ত না হওয়া পর্যন্ত তিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, রাজশাহী থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সুলতান সালাউদ্দিন টুকুসহ সাতজনকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়।

 

শেয়ার