Top
সর্বশেষ

ইএফডিতে রাজস্ব আদায় বেড়েছে

০৫ ডিসেম্বর, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
ইএফডিতে রাজস্ব আদায় বেড়েছে
নিজস্ব প্রতিবেদক :

চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও নভেম্বরে ইএফটি মেশিনে রাজস্ব আদায় বেড়েছে ছয় শতাংশ। ৩১ লক্ষ ৭১ হাজার চালানের বিপরীতে ৩২ কোটি ৩৯ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সাথে রাজস্ব  আদায়ও সন্তুষ্টজনক প্রবৃদ্ধি হয়েছে, যার পরিমাণ ১৭.০২ শতাংশ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডঃ মইনুল খান।

সোমবার (৫ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ইএফডিএমএস চালানের ২৩ তম ড্র অনুষ্ঠানে তিনি  এসব তথ্য জানান।

মইনুল খান বলেন, ইএফডির বর্তমান পারফরম্যান্সে শৈথিল্যতা রয়েছে। জনগণের মধ্যে ইএফডি মেশিনের প্রচারণায় বাড়াতে হবে।  নগদ ক্যাশব্যাক বা ইনসেনটিভ এর ব্যবস্থা করলে এর প্রতি গ্রাহকের আগ্রহ বাড়বে। নতুন মেশিন বসানো হলে উৎপাদনশীল  কাজে  রাজস্ব বোর্ডের গতি বাড়বে।

তিনি জানান, চলতি বছরের নভেম্বর মাসে ইএফডি মেশিনে ইস্যুকৃত ৩১ লক্ষ ৭১ হাজার চালানের বিপরীতে ৩২ কোটি ৩৯ লক্ষ টাকার রাজস্ব আদায় হয়েছি। তার আগের মাস অক্টোবরে ৩১ কোটি ৮৯ হাজার চালানের বিপরীতে ত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকা রাজস্ব আদাই হয়েছে। সে তুলনায় চালানের সংখ্যা কমলেও রাজস্ব আদায় বেড়েছে।

তিনি আরও বলেন, দেশে রেজিস্টার প্রতিষ্ঠানের সংখ্যা চার লক্ষেরও বেশি। অনেক প্রতিষ্ঠান রেজিস্টারের বাইরে রয়েছে। গেল চার মাসে ত্রিশ হাজার রেজিস্ট্রেশন বেড়েছে, মাঠ পর্যায়ের কর্মীর সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত ৮৮৩০টি ইএফডি মেশিন বসানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে তিন লক্ষ ইএফডি মেশিন বসানো হবে। এর মধ্যে প্রথম বছরের  বসানো হবে ৬০ হাজার মেশিন। এক্ষেত্রে ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হবে।

ড্র তে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন চট্টগ্রাম অঞ্চলের, যার কুপন নম্বর 002422CYOHGQL189  এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকা দক্ষিণ অঞ্চলের, যার কুপন নম্বর 002122BJQIHFN855 এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন পাঁচ জন এবং  চতুর্থ পুরস্কার বিজয়ী হয়েছেন একশত একজন।  রাজস্ব বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে এই ফলাফল ঘোষণা করা হয়।

শেয়ার