এ মাসের ১৮ তারিখ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ঘোষিত সম্মেলন হচ্ছে না বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তবে সম্মেলনের পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, নগরীর ওয়ার্ড ও থানা সম্মেলনের পর নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। এর আগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সময় একাধিকবার নির্ধারণ করে দেওয়া হলেও তা আর হয়নি।
গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে নগরীর ১৫ থানার সাংগঠনিক টিমের নেতাদের বৈঠকে ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের সময় নির্ধারিত হলেও পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের কারণে তা স্থগিত হয়ে গেছে।
গত ৯ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথসভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভার কারণে ৪ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে। এসময় ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছিলেন তিনি।
সোমবারের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ইতিমধ্যে ১৩২ ইউনিটের মধ্যে ১২০ ইউনিটের সম্মেলন বাকি আছে, আমরা ধাপে ধাপে এসব করছি। আমাদের ওয়ার্ড হচ্ছে ৪৪টা এর মধ্যে ৩/৪ টা ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডের সম্মেলনও বাকি আছে। এর মধ্যে আগামী ২৪ ডিসেম্বর জাতীয় সম্মেলন রয়েছে। তাই কোন ভাবেই আগামী ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলন সম্ভব না। তাই এ মাসে আর নগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। ওয়ার্ড ও থানা সম্মেলনের পর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সম্মেলন নিয়ে কথা হয়েছিল। তিনি বলেছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।