Top

শিক্ষকদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে পাবিপ্রবি ভিসির আহ্বান

০৫ ডিসেম্বর, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
শিক্ষকদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে পাবিপ্রবি ভিসির আহ্বান
পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) শিক্ষকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

সোমবার(৫ ডিসেম্বর) ‘প্রিপারেশন অ্যান্ড প্রসেস অব পাবলিশিং রিসার্চ আর্টিকেলস্ ইন ইন্টারন্যাশনাল জার্নাল’ শিরোনামে কর্মশালাটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

এসময় তিনি বলেন,কোনো বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে হলে, বেশি বেশি চর্চা করতে হবে। চর্চার মাধ্যমে অন্তর্নিহিত বিষয়গুলো সামনে চলে আসবে। জ্ঞান-বিজ্ঞান কখনো শেষ হয়না। এটি চলমান প্রক্রিয়া এবং চলতে থাকে। গুণগত শিক্ষাকে আমাদের নিশ্চিত করতে হবে। সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও আমাদের শিক্ষকরা আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণায় ভালো করছেন। স্বল্প সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করে আমাদের গবেষণায় এগিয়ে যেতে হবে।

উক্ত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এর উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. শেখ রাসেল আল-আহম্মেদ এবং ড. মো. নূর আলম।

শেয়ার