Top
সর্বশেষ

রায়পুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

০৬ ডিসেম্বর, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
রায়পুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (লক্ষ্মীপুর -২) অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবালসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

মাসব্যাপী আয়োজিত এ মেলায় ২৮ টি স্টলে লোভনীয়, শপিং, অত্যাবশকীয়, ও সৌখিন পণ্যসহ অন্যান্য সামগ্রী শোভা পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, পন্যের দাম স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে। তবে ক্রেতাদের এমন অভিযোগ আমলে নিয়ে বিক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় এইসব পণ্য ও তাদের অধিক দামে কিনতে হচ্ছে। যার দরুন ব্যয়যোগ মূল্য নির্ধারন পদ্ধতি অনুসরণ করে দাম নির্ধারণ করছেন বিক্রেতারা।

উল্লেখ্য যে, মাসব্যাপী এই মেলা আগামী ৫ জানুয়ারি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

শেয়ার