Top

উষ্ণতার পরশ দিতে খানসামায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

০৭ ডিসেম্বর, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
উষ্ণতার পরশ দিতে খানসামায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

শীতার্তদের উষ্ণতার পরশ দিতে দিনাজপুরের খানসামা উপজেলায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার বিশিষ্ট সমাজসেবক রাশেদ মিলনের উদ্যোগে এবং ইপিলিয়ন ফাউন্ডেশন ও পাকেরহাট গণগ্রন্থাগারের সহযোগিতায় বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পাকেরহাট গণগ্রন্থাগার চত্বরে এই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এর ধারাবাহিকতায় খামারপাড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ হয়।

এই উদ্যোগের সমন্বয়ক ও সমাজসেবক রাশেদ মিলন জানান, এই কনকনে শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এক অসাধারণ অনুভূতি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই ইপিলিয়ন ফাউন্ডেশন ও পাকেরহাট গণগ্রন্থাগারের সহায়তা শীতবস্ত্র বিতরণ করা হইলো। এজন্য সকলকে ধন্যবাদ। আগামীতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

শেয়ার