ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীদের সংগঠন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ডিসেম্বর থেকে এ কর্মশালা শুরু হওয়ার কথা রয়েছে।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, কর্মশালায় জ্যাম, জেলী, কেচাপ, আচার, ক্যান্ডি ও চিপস ইত্যাদি পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদন এবং মোড়কজাতকরণ সম্পর্কে ধারণা ও ব্যবহারিক ডেমনস্ট্রেশন প্রদান করা হবে।
এ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের লিংকের মাধ্যমে প্রদত্ত ফর্মটি পূরণের করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। কর্মশলার জন্য দিতে হবে ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি।
আবেদনকারীদের মধ্যে থেকে বাছাইকৃত উদ্যোক্তার সঙ্গে পরবর্তীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।