বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে তাঁকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
বিকেল সোয়া চারটার দিকে বিএনপির কার্যালয়ে অভিযান শুরুর পর বিএনপি নেতা রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের পর এবার দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সাথে মোস্তাফিজুর রহমান বাবুলকেও আটক করেছে পুলিশ।
অভিযানের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির কার্যালয় থেকে দুই শতাধিক নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ।
সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় অনেকে আহত হন। বিএনপির দাবি, তাদের বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চারটি প্রিজন ভ্যানে করে এসব নেতা–কর্মীকে নিয়ে যেতে দেখা গেছে।
মোস্তাফিজুর রহমান বাবুল নব্বইয়ের গণ-আন্দোলনের ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা সাবেক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক ।