দেশের বৃহৎ টেক্সটাইল এবং পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপ তাদের ২৫তম বর্ষপূর্তি উদযাপন করেছে। ১৯৯৭ সালের ৫ ডিসেম্বর রাজধানীর মিরপুর এলাকায় একটি ছোট ভাড়া করা ভবনে মাত্র ১২০টি সেলাই মেশিন নিয়ে যাত্রা শুরু করে। তারপর নানান চড়াই উতরাই পার করে ২৫ বছর পার করেছে কোম্পানিটি।
গত সোমবার ঢাকায় প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ২৫ বছর পূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর পরিচালক মাহমুদ হাসান খান বাবু। এ সময় প্রতিষ্ঠানটির কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা কর্মী-মালিক সম্পর্ককে পরবর্তী স্তরে নিতে চাই। আমাদের কর্মীরা প্রতিষ্ঠানকে ভালোবাসেন বলেই করোনা মহামারিতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। অস্থিরতায় এক দিনও বন্ধ হয়নি আমাদের শিল্পের চাকা।’
বর্তমানে মিরপুর, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জে মোট ১৩টিসহ প্রতিষ্ঠানের নিজস্ব কমপ্লেক্সে প্রায় ১৪ হাজার কর্মীর পরিবার এই রাইজিং গ্রুপ।