Top
সর্বশেষ

রিজার্ভের উন্নতিতে বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান

০৮ ডিসেম্বর, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
রিজার্ভের উন্নতিতে বাংলাদেশ বিমানে যাতায়াতের আহ্বান
নিজস্ব প্রতিবেদক :

প্রবাসীদের উপার্জনের একটা বড় অংশ ব্যয় হয় প্রতি মাসের বিমান যাতায়াতে। এতে প্রায় হাজার হাজার ডলার ব্যয় করেন প্রবাসীরা। তবে বাংলাদেশের প্রবাসীরা যদি লাল সবুজ পতাকাবাহী দেশের বিমান ব্যবহার করেন, তবে দেশের মানুষের টাকা দেশেই থেকে যাবে। পাশাপাশি এয়ারলাইন্সের ডলার প্রাপ্তিতে দেশের রিজার্ভ খাতে আর্থিক পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক।

সম্প্রতি কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশি জাতীয় চ্যানেলের সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীদের আয় দেশের রিজার্ভ বৃদ্ধি ও দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলবার সার্কের সিটি টাওয়ার হোটেলে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন সহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও চ্যানেলের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় কুয়েতে বিমানের স্টেশন ম্যানেজার নামজুল ঈমাম কর্মজীবনে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে দেশে গমন উপলক্ষে বদুর ট্রাভেলসরে পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রবাসীদের জন্য সরকার যত বেশি সুযোগ সুবিধা প্রদান করবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহন করবে তত বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে। প্রবাসীরা ভালো থাকলে দেশের উন্নয়নে গতি বৃদ্ধি পাবে এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন জরুরী বলে মনে করেন প্রবাসী সংবাদকর্মীরা।

শেয়ার