Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উপলক্ষ্যে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম। সভায় আরো  উপস্থিত ছিলেন অধ্যক্ষ রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ; উপাধ্যক্ষ, রাজবাড়ী সরকারি কলেজ; সিভিল সার্জন, রাজবাড়ী এর প্রতিনিধি; উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রাজবাড়ী; জেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজবাড়ীসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্যরা।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী।

এ সময় জেলা নিরাপদ কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম দিবসটির প্রতিপাদ্যর উপরে একটি ভিডিও প্রদর্শন করেন এবং একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।

শেয়ার