Top
সর্বশেষ

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ সেলিম উল্লাহ

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ সেলিম উল্লাহ
অনলাইন ডেস্ক :

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (সরকারি কলেজ -২ শাখা) কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

প্রফেসর সেলিম ৮ম বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা৷ এর আগে তিনি বিসিএস সাধারন শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন ছিলেন৷

নবনিযুক্ত অধ্যক্ষ বলেন, ‘ঢাকা কলেজ দেশের সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান৷ আমি এর আগেও এই কলেজে শিক্ষকতা করেছি৷ এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় একটি বিরাট এবং গুরু দায়িত্ব নিতে যাচ্ছি৷ আমি কলেজটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং একাডেমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো৷

প্রফেসর সেলিম অষ্টম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার আগে তিনি কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন হন। যার ফলে অধ্যক্ষের পদ শূন্য হয় এবং নতুন করে এই নিয়োগের মাধ্যমে প্রফেসর আইকে সেলিম উল্লাহ খোন্দকার কে অধ্যক্ষ নিযুক্ত করা হয়। অধ্যক্ষ পদ শূণ্য অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন।

শেয়ার