Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

চৌগাছার তুলার খামারে জনবল সংকট: ২৭ পদের ১৭টি শূন্য

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
চৌগাছার তুলার খামারে জনবল সংকট: ২৭ পদের ১৭টি শূন্য
যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছার একমাত্র তুলা গবেষণা কেন্দ্র ও বীজবর্ধন খামারটি ব্যাপক জনবল সংকটে পড়েছে। ফলে খামারটির সকল কার্যক্রম ইতি মধ্যে মুখ থুবড়ে পড়েছে। খামারটির ২৭টি পদের মধ্যে ১৭টি পদই বর্তমানে শূন্য রয়েছে।

কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বারবার জানানো হলেও শূন্যপদ পূরণে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন দায়িত্বরত কর্মকর্তা- কর্মচারীসহ এলাকার তুলা চাষীরা।

জানা গেছে, ১৯৮০ সালে উপজেলার জগদীশপুর গ্রামে প্রায় ৫’শ বিঘা জমি অধিগ্রহণের মাধ্যমে তুলা গবেষণা ও বীজবর্ধন খামারটি প্রতিষ্ঠা করা হয়। খামারটি প্রতিষ্ঠার ফলে তুলা উৎপাদন, গবেষণা কার্যক্রম ও তুলা চাষীদের প্রশিক্ষণ ছিল চোখে পড়ার মত। স্থানীয় তুলা চাষীদের সাথে খামার কর্তৃপক্ষের তৈরি হয় সুসম্পর্ক। কিন্তু ধীরে ধীরে তুলা চাষের কার্যক্রম স্থিমিত হয়ে পড়ে। স্থানীয় কৃষকরা এখন আগের মতো তুলা চাষ করেন না।

কৃষকরা জানিয়েছেন, এসব সমস্যার অন্যতম কারণ হচ্ছে খামারের জনবল সংকট। খামারটির প্রবেশ পথের রাস্তাসহ খামারের ভিতরের সকল রাস্তার এখন করুণ হাল। এছাড়া খামারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে লাখ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি। খোঁজ নিয়ে জানা গেছে, খামারের গুরুত্বপূর্ণ ২৭টি পদ আছে। এরমধ্যে বছরের পর বছর ১৭টি পদ শূন্য রয়েছে। বর্তমানে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার পদ খালি। ২ জন এসও কর্মকর্তা থাকার কথা থাকলেও আছে ১ জন। খালি আছে ল্যাব এ্যাসিসট্যান্ট এর ২টি পদ। এ ছাড়া মাঠ সহকারী ৪ জন, কম্পিউটার অপারেটর ১, উচ্চমান সহকারী ১, ক্যাশিয়ার ১টি পদ বছরের পর বছর খালি।

খামারের এমএলএসএস পদ ও দারোয়ানের পদও রয়েছে শূন্য। এছাড়া বর্তমানে যারা কর্মরত আছেন তাদের মধ্য হতে দুই জন আগামী মার্চ মাসে অবসরে যাচ্ছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের অবসর নেবার পর মাত্র ৮ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে কিভাবে খামারটি পরিচালিত হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ ও হতাশা। খালি পদগুলোতে জনবল নিয়োগ হলে খামারটির কার্যক্রমে গতি ফিরে আসবে বলে জানিয়েছেন স্থানীয় তুলা চাষীরা। খামারের ব্যবস্থাপক শেখ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনবল সংকটের মধ্যে সব কাজ করতে হচ্ছে।

তিনি বলেন, জনবল সংকটের সমস্যা তুলে ধরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু সন্তোষজনক কোন জবাব পাইনি। তবে আশা করছি দ্রুত সময়ের মধ্যে শুন্য পদে লোক নিয়োগ করা হবে। উল্লেখ্য,এক সময় উপজেলার জগদীশপুর গ্রামে অবস্থিত এই তুলা ফার্মটি দেখতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসে ভিড় করতেন।চারিদিকে সবুজের সমোহর ছিলো চোখে পড়ার মতো।কিন্তু নানা কারণে সেই দর্শনার্থীরা এসে আর ভিড় করেনা। তবে সচেতন মহলের দাবি রাস্তা সংস্কার ও জনবল সংকট কাটালে খামারটি আবার আগের মতো ফিরে আসতে পারে।

শেয়ার