Top
সর্বশেষ

লাহারকান্দি ইউনিয়নে জমজমাট জুয়ার আসর

০৮ ডিসেম্বর, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
লাহারকান্দি ইউনিয়নে জমজমাট জুয়ার আসর
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের মন্টিয়ার আড়া একটি বাগানের ভেতরে অবৈধভাবে তাবুর ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে মৃত জবু উল্ল্যার ছেলে ফখরুল ওরুপে ফকু নেতৃত্ব জুয়ার আসর চালিয়ে আসছিল একটি দল। চলমান একটি জুয়ার আসরে আকস্মিক চালিয়ে তা ভেঙে গুড়িয়ে আগুনে পুড়িয়ে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

অত্র এলাকার সচেতন মহলের গণমাধ্যম কর্মীদের অভিযোগ দিলে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যম কর্মীরা ঘটনার স্থানে গিলে এসময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও আসর পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া স্থানীয় এলাকাবাসী।

এ সময় রুবেল বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা, জুয়ার আসর বসার কারণে চুরি, ডাকাতি,মাদকাসক্তরা, মাদক বিক্রি, নারী ঘঠিত ঘটনা অত্র এলাকার ঘটনায় সাথে জড়িত জুয়াড়িরা। এ জুয়ার আসরের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

স্থানীয়রা জানান, প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় একটি সংঘবদ্ধ চক্র গোপনে মন্টু মিয়ার আড়াতে বাগানের ভেতরে জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করছিল। তবে সাংবাদিকের লেখালেখি ও সংবাদ প্রকাশ করলে জুয়াড়িরা জুয়ার আসর আর বসাতে পারবেন। এধরনের উদ্যোগে কারণে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

 

শেয়ার