Top
সর্বশেষ

সাকিব-লিটনের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৩৬ অপরাহ্ণ
সাকিব-লিটনের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ
অনলাইন ডেস্ক :

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে কিছুটা ‘জড়তা’ ছিল বাংলাদেশের। প্রথম দিনের প্রথম ইনিংসের ব্যাটিংটা ঠিক মনের মতো হয়নি। তবে প্রথম দুই সেশনে টুকটাক ভুলে উইকেট বিলিয়ে আসলেও শেষ সেশনে দাপট ছিল টাইগারদেরই।

সাগরিকায় প্রথম দিনের তৃতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ১০২ রান যোগ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে সাকিব আর লিটন এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৪৯ রানে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর থেকে সবার মুখে মুখে ছিল ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অফস্পিনার রাহকিম কর্নওয়ালের নাম। কার্যকরী অফস্পিনে বাঁহাতি ব্যাটসম্যানে ভরা বাংলাদেশি ব্যাটিং লাইনআপের জন্য ভয়ের কারণ হতে পারেন কর্নওয়াল- এমনটাই ছিল সবার শঙ্কা। কিন্তু টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন দেখা গেল ভিন্ন চিত্র।

প্রস্তুতিতে বারবার কর্নওয়ালের নাম শোনা গেলেও, মূল পরীক্ষায় বাংলাদেশের সামনে এলেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। যিনি ২০১৮ সালের সফরেও টেস্ট খেলে গেছেন বাংলাদেশ থেকে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ (বুধবার) সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন স্বাগতিক ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেললেন ওয়ারিকান। বাংলাদেশের ৫ উইকেটের তিনটিই নিয়েছেন ওয়ারিকান।

তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রথম দিনশেষে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সকে সবমিলিয়ে খারাপ বলা যাবে না, দীর্ঘ এক বছর পর খেলতে নেমে প্রথম দিন পুরো ৯০ ওভার কাটিয়ে ৫ উইকেটে ২৪২ রান। ফিফটির দেখা পেয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।

ভালো শুরুর পর থেমেছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম। তবে বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়ে অপরাজিত রয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান।

ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে কেমার রোচের করা প্রথম ওভারের প্রথম বলেই কভার দৃষ্টিনন্দন এক চার মারেন সাদমান। শেষবার বাংলাদেশের পক্ষে টেস্ট ম্যাচের প্রথম বলে চার মেরেছিলেন তামিম ইকবাল। ২০১০ সালের ঢাকা টেস্টে স্টুয়ার্ট ব্রডের বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শুরু করেছিলেন তিনি।

শুরুর ইতিবাচকতা সেশনের বাকি সময়েও ধরে রাখেন সাদমান। দ্বিতীয় ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বোলিংয়ে দারুণ এক ফ্লিকে মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকান ২৫ বছর বয়সী এ বাঁহাতি। তার দেখাদেখি তামিমও রানের খাতা খোলেন চারের মারে। রোচের করা ইনিংসের তৃতীয় ওভারে কভার দিয়ে বাউন্ডারিটি হাঁকান দেশসেরা এ ওপেনার।

পরের ওভারে গ্যাব্রিয়েলের লেগস্ট্যাম্পের ওপর করা ডেলিভারির ঠিকানাও সীমানার ওপারে পাঠান তামিম। সে ওভারের পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে ওঠেন তামিম। তিনি পেছনে ফেলেন ৪৪১৩ রান করা মুশফিকুর রহীমকে। যদিও এরপর আর রান করতে পারেননি তামিম। রোচের অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে লাইন মিস করে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে করেন ১৫ বলে ৯ রান।

দিনের শেষ সেশনের প্রথম ঘণ্টায় দুর্দান্ত ব্যাটিং করছিলেন দেশের সেরা ব্যাটিং জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। দুজনের ব্যাটেই ছিল বড় ইনিংসের প্রতিশ্রুতি। কখনও কর্নওয়াল, কখনও গ্যাব্রিয়েল আবার কখনও ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট নিজে বোলিংয়ে এসে সাকিব-মুশফিকের ধৈর্যচ্যুতির চেষ্টা করেন। কিন্তু অবিচল ছিলেন দুজনই।

তাদের জুটিতে ১৮ ওভারে আসে ৫৯ রান। ইনিংসের ৭৫তম ওভারে ওয়ারিকানের অফস্ট্যাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারিতে আউটসাইড এজ হয় মুশফিকের। নিচু হয়ে যাওয়া বলটি স্লিপে দাঁড়িয়ে দারুণ দক্ষতায় তালুবন্দী করেন রাহকিম কর্নওয়াল। বিদায়ঘণ্টা বাজে ৬৯ বলে ৩৮ রান করা মুশফিকের। তার ইনিংসে ছিল ৬টি চারের মার।

মুশফিক আউট হওয়ার ৫ ওভার পরই আসে নতুন বল। তবে নতুন বল নিয়ে ক্যারিবীয়দের চেপে বসতে দেননি সাকিব আল হাসান ও লিটন দাস। ব্যক্তিগত ২ রানের মাথায় অবশ্য ফরোয়ার্ড শর্ট লেগের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান লিটন। এরপর আর ভুল করেননি তিনি। প্রতিটি শট খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। অনেকটা ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন তিনি।

লিটন যখন উইকেটে আসেন, তখন ৫৫ বল খেলে ২৭ রানে অপরাজিত ছিলেন সাকিব। দিনের বাকি ছিল ১৫.৪ ওভার তথা ৯৪ বল। নতুন ব্যাটসম্যান হলেও দিনের শেষভাগের বেশিরভাগ বল খেলেন লিটন। দিন শেষে তিনি অপরাজিত থাকেন ৬ চারের মারে ৫৮ বলে ৩৪ রান করে। অন্যপ্রান্তে সাকিবের সংগ্রহ ৯২ বলে ৪ চারের মারে ৩৯ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ২৪২/৫(৯০.০ ওভার, তামিম ৯, সাদমান ৫৯, শান্ত ২৫, মুমিনুল ২৬, মুশফিকুর ৩৮, সাকিব ৩৯*, লিটন ৩৪*; রোচ ১/৪৪, গ্যাব্রিয়েল ০/৫১, কর্নওয়াল ০/৫৬, মায়ার্স ০/১৬, ওয়ারিকান ৩/৫৮, ব্রাথওয়েট ০/১৩)

শেয়ার