Top

রসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগ থেকে বহিস্কার হলেন মিলন

০৯ ডিসেম্বর, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
রসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগ থেকে বহিস্কার হলেন মিলন
রংপুর প্রতিনিধি :

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে রংপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লতিফুর রহমান মিলনকে।

শুক্রবার দুপুরে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান শফি। দলের প্রাথমিক সদস্য পদসহ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিয়ার রহমান সফি জানান, গঠনতন্ত্র অনুযায়ী আমরা দল পরিচালনা করি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে দল গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। লতিফুর রহমান মিলন দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এজন্য কেন্দ্রেীয় নেতাদের নির্দেশে মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত লতিফুর রহমান মিলন বলেন, আমি দলকে ব্যবহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামিনি। আমি দলের কাছে মনোনয়নও চাইনি। একটি দুর্নীতিমুক্ত, পরিকল্পিত নগর গড়তে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছি। নগরীর ৩৩টি ওয়ার্ডের ভোটাররা আমাকে পছন্দ করেন। তাদের জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।
এরপরেও যদি দল আমাকে সংগঠন থেকে বহিষ্কার করে, তবে আমার বলার কিছু নেই।

শেয়ার