Top
সর্বশেষ

গ্রাহকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

১০ ডিসেম্বর, ২০২২ ১:৪০ অপরাহ্ণ
গ্রাহকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক :

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়তপুর শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহক সেবা উপলক্ষে অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের চিফ রেমিট্যান্স কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন ও শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মহিবুল কাদির। এ সময় ব্যাংকের শরীয়তপুর শাখার ব্যবস্থাপক সরদার তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপে অভিবাসন প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার