Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিকদের মানববন্ধন
বরিশাল প্রতিনিধি :

ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলম রফিককে পুলিশী নির্যাতনের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখার আয়োজনে নগরীর অশ্বীনি কুমার টাউন হল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, সাংবাদিক শাহিন হাফিজ, শামীম আহমেদ প্রমুখ। বক্তারা সাংবাদিক খায়রুল আলম রফিকের ওপর নির্যাতনকারী পুলিশী অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে সারাদেশে সাংবাদিক হয়রানী ও নির্যাতনের প্রতিবাদ করেন।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদের জেরধরে সাংবাদিক খায়রুল আলম রফিককে ডিবি পুলিশের এসআই আকরাম হোসেন আটক করে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় ময়মনসিংহ আদালতে এসআই আকরামসহ দুই পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার