Top

উইন্ডিজ সিরিজের আগে লঙ্কান শিবিরে করোনার হানা

০৩ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
উইন্ডিজ সিরিজের আগে লঙ্কান শিবিরে করোনার হানা
স্পোর্টস ডেস্ক : :

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ধাক্কা খেল শ্রীলঙ্কা। করোনায় আক্রান্ত হয়েছেন মিকি আর্থার এবং লাহিরু থিরিমান্নে। আপাতত দুইজন আইসোলেশনে আছেন।

বুধবার এই দুজনের করোনা পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাই আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ার কথা ভাবছে তারা।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে ২ ফেব্রুয়ারি করোনা পরীক্ষা করানো হয় লঙ্কান ক্রিকেটারদের। তাদের সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন প্রধান কোচ নেট বোলার এবং কোচিং স্টাফরাও। এরপরই বুধবার করোনা পজিটিভ আসেন মিকি এবং লাহিরু।

২৮ জানুয়ারি থেকে উইন্ডিজ সফরের জন্য অনুশীলন শুরু করেছিল শ্রীলঙ্কা। যেখানে ৩৬ জন ৩টি আলাদা গ্রুপে ভাগ করে অনুশীলন করছিলেন। তবে ফলাফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা রাখা হয়েছে।

এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। যা শেষ হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। এরপর দেশে ফিরেই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলার কথা ছিল তাদের।

২০ ফেব্রুয়ারি সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নতুন সূচীত মাঠে গড়াতে পারে সিরিজটি। যদিও লঙ্কান ক্রিকেট বোর্ড এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো বিবৃতি দেয়নি।

শেয়ার