Top
সর্বশেষ

চামড়া শিল্পের প্রদর্শনী মেলা সম্পন্ন

১০ ডিসেম্বর, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
চামড়া শিল্পের প্রদর্শনী মেলা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :

দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী আসর ‘লেদারটেক বাংলাদেশ ২০২২’-এর অষ্টম আসর সম্পন্ন হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এ মেলা আয়োজিত হয়। এবারের আয়োজনের দায়িত্বে ছিলো আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।

গতকাল শেষ হওয়া তিনদিনের এ মেলা বুধবার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চামড়া শিল্পকে এগিয়ে নিতে হলে দেশি ও বিদেশী বিনিয়োগ প্রয়োজন। দেশে ১০০টি ইকোনমিক জোন করা হচ্ছে। মেলায় ১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠানের চামড়া, চামড়াজাত পণ্য এবং মেশিনারিজ, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ প্রদর্শিত হয়।

এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী কম্পোনেন্ট নির্মাতাদের বাংলাদেশে তাদের নিজস্ব কারখানা বা উৎপাদন সুবিধা নিশ্চিতে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এতে নির্মাতা ও রফতানিকারকদের লিড টাইমের সমস্যা সমাধানে সহায়তা করবে। এ ইভেন্টটি যন্ত্রপাতি, কেমিক্যালস ও আনুষঙ্গিক উপাদান সোর্সিংয়ের সমস্যাগুলোর সমাধানকারী হিসেবে সহায়তা করছে বলে মনে করেন এ খাতসংশ্লিষ্টরা। এ ট্রেড শোতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হয়েছে।

চামড়া শিল্পের রপ্তানি আয় ২০৩০ সালের মধ্যে এক বিলিয়ন ডলার থেকে ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। চলতি বছরে চামড়া শিল্পে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এদিকে এবারের প্রদর্শনীতে ভারত থেকে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস (সিএলই) এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ইফকোমা) প্যাভিলিয়ানসহ ১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠানের চামড়া, চামড়াজাত পণ্য এবং মেশিনারিজ, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ প্রদর্শিত হচ্ছে।

ভারত থেকে কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস (সিএলই) এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্যাভিলিয়নসহ ১০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ করে। আয়োজক সংস্থা আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে চীন ও পাকিস্তানের অংশগ্রহণ ক্রমাগত হ্রাস পেয়েছে। তবে প্রায় তিন বছরের ব্যবধান সত্ত্বেও এবারের আয়োজনে উল্লেখযোগ্য পরিমাণে মেশিনারি সরবরাহকারীদের অংশগ্রহণে বাংলাদেশের ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্য খাতের সম্ভাবনাকেই তুলে ধরা হয়।’

লেদারটেক বাংলাদেশ-২০২২ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতা করছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।

শেয়ার