Top

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

১০ ডিসেম্বর, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
শিমুল খান :

‘রুখবো দূর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুরে ‘আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিববস পালিত হয়েছে।

শুক্রবার রংপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আব্দুল করিম বলেন, পৃথিবীতে মানুষের অনেক চাহিদা থাকতে পারে, ধনের লোভ-লালসা মানুষকে অমানুষে পরিণত করে। আবার জ্ঞানের প্রতি লোভ-লালসা অমানুষকে মানুষে পরিণত করে। তবে দুর্নীতিবাজ দুর্নীতিবাজ হয়ে জন্মায় না, পরবর্তীতে দুর্নীতিগ্রস্ত হয়।

রোকসানা মায়া বলেন, ভালো চাকরির আশায় লেখাপড়া করবে এমন মনভাব নিয়ে বেড়ে উঠা শিশুদের বুঝাতে হবে। শিক্ষার আলো ও জ্ঞান দিয়ে শুধু চাকরি নয় দেশ উন্নয়নে নানা ধরনের ভুমিকা পালন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর দুর্নীতি দমন পরিচালক মো. আব্দুল করিম। রংপুর জেলা রোভার ও গার্ল ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হয়।

শেয়ার