Top
সর্বশেষ

আইএফআইসি ব্যাংকের এনবিআর পুরস্কার অর্জন

১০ ডিসেম্বর, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংকের এনবিআর পুরস্কার অর্জন
নিজস্ব প্রতিবেদক :

গত অর্থবছরে (২০২০-২০২১) সেবা খাতে একমাত্র ব্যাংক হিসেবে শীর্ষ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হবার গৌরব অর্জন করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় রাজস্ব রোর্ড কর্তৃক আয়োজিক এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন সিএফও দিলীপ কুমার মন্ডল, ফাইন্যান্সসিয়াল অপারেশনস এন্ড ট্যাক্সেশন বিভাগের প্রধান সেলিম তালুকদার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তারা।

উল্লেখ্য যে এর আগে ২০২১-২২ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতার সম্মান অর্জন করে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

শেয়ার