সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার মামলা দ্রুত নিষ্পত্তির দাবীতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন সাংবাদিকরা।
এ হত্যার ৪র্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার প্রায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল স্মৃতি পরিষদের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, তার প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ, মৌন মিছিল, মানববন্ধন ও সমাবেশ।
শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম, ছেলে আল নোমান নাজ্জাশী সাদিক, মেয়ে তামান্না এ ফাতেমা, মামা আব্দুল মজিদ মন্ডল, ভাই আব্দুল কালাম আজাদ, সাংবাদিক শফিকুজ্জামান শফি, আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, হাসানুজ্জামান তুহিন, আলামিন হোসেন, ওমর ফারুক, কোরবান আলী লাবলু প্রমুখ।
বক্তারা এ মামলাটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির জোরদাবী জানিয়ে বলেন, দীর্ঘ ৪ বছর অতিক্রান্ত হলেও এখনও শিমুল হত্যা মামলার বিচারকার্য শুরু হয়নি। অবিলম্বে শিমুল হত্যার ন্যায় বিচার দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর এলাকায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের এক সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে সংঘর্ষকারীরা সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাসায় হামলার সময় সাংবাদিক শিমুলের মাথায় শর্টগানের গুলিবিদ্ধ হন। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে সাবেক পৌর মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। বর্তমানে এ মামলার সকল আসামি জামিনে রয়েছেন।