Top
সর্বশেষ

বিডিওয়াইইএ-এর বার্ষিক সাধারণ সভা

১১ ডিসেম্বর, ২০২২ ২:২২ অপরাহ্ণ
বিডিওয়াইইএ-এর বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ডাইড ইয়ার্ণ এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিডিওয়াইইএ)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট সালাউদ্দিন আলমগীর। সভায় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নির্বাহী কমিটির সকল সদস্যসহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।

প্রতি এক বছর অন্তর অন্তর বিডিওয়াইইএ-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় সদস্যদের শৃঙ্খলা ও স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়, কোভিড-১৯ পরবর্তী ও বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও এর সার্বিক মন্দা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সেইসঙ্গে এসোসিয়েশনের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে গঠনমূলক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সালাউদ্দিন আলমগীর গ্রুপ অব কোম্পানিজ লাবিব গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি পুনরায় পরবর্তী দুই বছরের জন্য এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।

শেয়ার