Top
সর্বশেষ

বাংলাদেশে এমএসএফের ৫০ বছর পূর্তি

১২ ডিসেম্বর, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
বাংলাদেশে এমএসএফের ৫০ বছর পূর্তি
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে চিকিৎসাসেবা এবং মানবিক সহায়তা দেওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে আর্ন্তজাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স তথা সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ)।

সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এমএসএফ ঢাকার গণমাধ্যম নেতাদের সঙ্গে এ উপলক্ষে বৈঠক করেছে।

সংগঠনের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্লাউদিও মিগলিটা বলেন, এমএসএফ প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে এর ৫০ বছর হয়ে গেছে। বিশ্বজুড়েই এমএসএফের চিকিৎসা সেবা এবং মানবিক সহায়তার সিদ্ধান্ত নির্ভর করে ঘটনার ভয়াবহতা, জনগোষ্ঠীর মধ্যে অসুস্থতার মাত্রা এবং মৃত্যুহার, স্বাস্থ্যসেবা থেকে বাদ পড়া জনগোষ্ঠীর প্রয়োজনের তীব্রতা এবং এমএসএফ তাদের জীবনে কী ধরনের প্রভাব আনতে পারে তার ওপর।

মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স একটি আর্ন্তজাতিক মানবিক চিকিৎসা সংস্থা যা কক্সবাজারের ক্যাম্পগুলোতে ১১টি স্বাস্থ্যসেবা পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে জরুরি এবং নিবিড় পরিচর্যা, শিশুরোগ, প্রসূতি এবং যৌন প্রজনন স্বাস্থ্যসেবা, যৌন সহিংসতার শিকারদের জন্য চিকিৎসা সহায়তা, হেপাটাইটিস সি এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগে আক্রান্তদের যত্ন। এছাড়াও এমএসএফ শরণার্থী শিবিরের এবং মানব সৃষ্ট বর্জ্য পরিশোধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

১৯৭২ সালে এমএসএফ প্রথম বাংলাদেশে চিকিৎসা সহায়তা দিতে আসে। পরবর্তী কয়েক দশক ধরে এমএসএফ সারাদেশে নানা সংকটে জর্জরিত মানুষের প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে নানা জরুরি স্বাস্থ্য সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে এমএসএফের এই দীর্ঘ যাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমএসএফের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মাদ আবু তাহের, হেড অব এক্সটার্নাল রিলেশনস ইমামুর রহমান এবং ড. আতিয়া শারমিন, মেডিকেল কো-অর্ডিনেটর সাপোর্ট গাদ সাফান, ফিল্ড কমিউনিকেশন ম্যানেজার প্রমুখ।

শেয়ার