Top

বিএনপি-জামায়াতকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না: ইঞ্জিনিয়ার মোশাররফ

১২ ডিসেম্বর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
বিএনপি-জামায়াতকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না: ইঞ্জিনিয়ার মোশাররফ
চট্টগ্রাম প্রতিনিধি :

বিএনপি-জামায়াতকে যে চেনে না, সে কবরস্থানও চিনে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ১৯৭০ সালে আমরা যারা নির্বাচিত হয়েছিলাম, আজকে আমি ছাড়া আর কেউ জীবিত নেই। আমার পরম বন্ধু আখতারুজ্জামান বাবু, আতাউর রহনান কায়সার, এরা আমার সাথে আজকে নেই। আমি আজকে বড় একা, আমার সময় হয়ে এসেছে।

তিনি বলেন, বিএনপির আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে। যারা যুদ্ধ করেনি তারা খেতাব পেয়েছে। যারা কোনওদিন যুদ্ধের মাঠে ছিল না, তারা খেতাব পেয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জিয়াউর রহমান। একসাথে আমরা ছিলাম। যেখানে যুদ্ধ, সেখান থেকে সে পালিয়ে গিয়েছে। সে কোনওদিন ফ্রন্ট ফাইটে ছিল না।

বিএনপি-জামায়াত বাংলাদেশকে অচল করার জন্য পাঁয়তারা করছে অভিযোগ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হাতে তারা আক্রমণ করবে সেই হাত ভেঙে দিতে হবে। পারবেন? আমার কথা হলো আগামী দিনে হয়তো এই পরিস্থিতি আসতে পারে। সেই পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হবে। মোকাবিলা কে করবে? আমাদের নেতাকর্মীরাই মোকাবিলা করবে। আমরা অনেক মার খেয়েছি, আর মার খেতে রাজি নই।

‘আমিও মার খেয়েছি। মান্নান ভাই, আমি, সালেহ ভাই আজকে নাই- তিনজন আমরা নেতৃত্ব দিয়েছিলাম একটা মিছিলে। সেই মিছিয়ে একজন মন্ত্রী ব্যারিস্টার সুলতান দাঁড়িয়ে থেকে পুলিশ পাহারায় তারা সন্ত্রাসী দিয়ে আমাদের উপর আক্রমণ করে। মান্নান ভাই আহত হয়। সালেহ ভাই আহত হয়। আমার পায়ের রগ কেটে দেয়া হয়। আমি একা নিউমার্কেট চত্বরে পড়ে ছিলাম। চট্টগ্রাম মেডিকেলে চার ঘণ্টা অপারেশন করে আমার পা ঠিক করা হয়। আমি প্রায় ৬ মাস পঙ্গুত্বের জীবন কাটিয়েছিলাম।’

প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, যে বিএনপিকে চেনে না, যে জামায়াতকে চেনে না, সে কবরস্থানও চেনে না। আপনারা কঠোরভাবে শপথ নেন, যে হাত দিয়ে তারা আক্রমণ করবে, সেই হাত ভেঙে দিতে হবে। ভেঙে না দিলে কোনও কাজ হবে না। ভেঙে চুরমার করে দিতে হবে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয়পর্ব কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে জিমনেশিয়ামের ভেতরে। দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে অথবা কেন্দ্রীয় নেতাদের সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি নির্বাচিত হবে।

শেয়ার