Top

সাকিবের বিদায়, ইনিংস বড় করছেন মেহেদি

০৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
সাকিবের বিদায়, ইনিংস বড় করছেন মেহেদি

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে সকালেই ফিরে যান সাতে নামা লিটন দাস। তবে অন্য প্রান্তে থাকা সাকিব দেখাচ্ছিলেন আশা। তিনিও ফিফটির পরে ফিরে গেছেন। বাংলাদেশ ১১৬.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রানে ব্যাট করছে।

ক্রিজে থাকা মেহেদি মিরাজ ৪৫ রান করে খেলছেন। তার সঙ্গী তাইজুল ইসলাম। এর আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে কর্নওয়ালের বলে ফিরে গেছেন সাকিব। সকালে সাজঘরে ফেরা লিটন করেন ৩৮ রান।

এর আগে প্রথম দিন শেষে বাংলাদেশ ৫ উইকেটে ২৪২ রান তুলে শেষ করে। দলের পক্ষে ওপেনার সাদমান ইসলাম ৫৯ রানের ইনিংস খেলেন। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন বাঁ-হাতি এই ওপেনার।

এছাড়া তিনে নামা নাজমুল শান্ত ২৫ করে রান আউট হন। চারে নেমে মুমিনুল হক ২৬ এবং মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৩৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার জোমেল ওয়ারিকেন প্রথমদিন তুলে নেন তিন উইকেট।

বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক। তবে প্রথম দু’দিন ব্যাটসম্যানদের দিকে রানের হাত বাড়িয়ে দেয়। সেই বিবেচনায় প্রথমদিন উইকেট একটু বেশিই হারিয়েছে বাংলাদেশ।

শেয়ার