Top
সর্বশেষ

রায়পুরে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার চেষ্টা

১৩ ডিসেম্বর, ২০২২ ২:১৮ অপরাহ্ণ
রায়পুরে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার চেষ্টা
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলায় চরমোহনা ইউনিয়নে রাজমিস্ত্রি কবির হোসেন (৩০) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সজিব, হাবিব, সাকিল, নাঈম, তারেক ও মামুন ।

প্রত্যক্ষদর্শী আলম ও আরিফ বলেন গত রবিবার সন্ধ্যায় ৬ ঘটিকার দিকে চরবিকন্স ১ নং ওয়ার্ড বায়তুল রহমান জামের মসজিদ সামনে থেকে সজিব, হাবিব, সাকিল, নাঈম, তারেক, মামুনসহ এরা ৬ জনে দিন মজুর কবির হোসেনকে মোটরসাইকেল করে জোর পূবক তুলে নিয়ে লালগাজী বাড়ির সামনে নিয়ে এলোপাতাড়ি দেশীয় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এতে দিন মজুর কবিরের বাম চোখ নষ্ট হওয়ার উপকম হয়েছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। তাঁর চোখ নষ্ট হইতে চলছে। মাথা এবং মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়েছে।

আহত রাজমিস্ত্রি কবির হোসেনের বাড়ি রায়পুর উপজেলা চরমোহনা ইউনিয়ন চর বিগম কাজী বাড়ির ওবায়েদ উল্যা কাজীর ছেলে। কবির ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার রায়পুর চরমোহনা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সদস্য । রাজমিস্ত্রি কবির হোসেন বাদি হয়ে সজিবকে প্রধান আসামী করে সোমবার ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি নুর আলম জানিয়েছেন, যারা রাজমিস্ত্রি কবিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে এর প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি,পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মঙ্গলবার রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, দিনমজুর কবিরের উপর হামলাকারীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার