Top

মাগুরায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

০৪ ফেব্রুয়ারি, ২০২১ ৯:১০ অপরাহ্ণ
মাগুরায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মাগুরা প্রতিনিধি :

কৃষিই সমৃদ্ধি – এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মাগুরার শ্রীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২শত জন কৃষকের মাঝে বিনা মূল্য সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রবি ২০২০/২১ অর্থ বছরে গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের দুইশত জন কৃষকের মাঝে বিনামুল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি বারি মুগ-৮ এর বীজ, ১০ কেজি ডিএপি সার-০৫ কেজি, এম ও পি সার করে মোট ১ হাজার কেজি মুগ বীজ, ২ হাজার কেজি ডি এ পি সার এবং ১হাজার কেজি এম ও পি সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হাসিনা মমতাজ, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান,সিংবাদিক লেনিন জাফর, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, বিনয় কুমার বিশ্বাস, ফরিদ আহমেদ, মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকে।

শেয়ার