বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পুলিশ যে ধরণের অস্বাভাবিক ও মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে তা কোনো সভ্য সমাজে কাম্য নয়। পুলিশ আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবের কক্ষসহ সবকিছু ভাংচুর ও তছনছ করেছে। পুলিশ বিএনপি অফিসে বোমা থাকার নাটক সাজিয়ে দলের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। অনেক সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকেই অসুস্থ।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, ঢাকার সমাবেশে যোগ দিতে আসা ঢাকার বাইরের ৯৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমদকে গ্রেফতার করা হয়েছে। ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় পুলিশ অভিযান চালিয়ে ভাংচুর করেছে। বাসার দারোয়ানকে আটক করেছে। এমনকি বাসার সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে।
তিনি বলেন, ‘এই সরকার সভা সমাবেশ করার পরিবেশ দিচ্ছে না। তারা সকল সাংবিধানিক অধিকার হরণ করছে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। কারণ এই সরকার গণতন্ত্রকে কবরে নিয়ে গেছে।’